ভোরের খবর ডেস্ক: স্বামীর সঙ্গে কলহের জেরে প্রেমিকের সঙ্গে হোটেলে সময় কাটাতে গিয়ে ধরা পড়ে গেলেন এক গৃহবধূ। স্বামী পুলিশ নিয়ে হোটেলে পৌঁছাতেই ধরা পড়ার ভয়ে হোটেলের ছাদ থেকে লাফ দেন ওই নারী। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপত জেলার ছপরেলি এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনার ভিডিও।
জানা যায়, ২০১৯ সালে বিয়ে হয় ওই দম্পতির। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। অভিযোগ, গৃহবধূর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি প্রেমিকের সঙ্গে স্থানীয় একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে পিছু নেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকেও।
হোটেলে পুলিশ ও স্বামীকে দেখে প্রায় ১২ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন গৃহবধূ। স্থানীয় একজন এই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
স্বামী জানান, স্ত্রী তাকে একাধিকবার খুনের হুমকি দিয়েছেন এবং তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এর আগেও পারিবারিক কলহের জেরে একাধিকবার পুলিশ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা।ঘটনার পর প্রেমিককে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। পুলিশের প্রশ্ন— পরিচয়পত্র যাচাই না করে কিভাবে রুম ভাড়া দেওয়া হলো? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭