ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫

কিশোরগঞ্জ পৌরসভার বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


জুন ৩০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:   ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। সোমবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি : কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। পৌরসভার মেয়র মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মেয়র মমতাজ বেগম বলেন, “নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জলবায়ু সহনশীল প্রকল্পে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট জনগণকেন্দ্রিক ও বাস্তবভিত্তিক। স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে আমরা এটি বাস্তবায়ন করবো। এটি শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি একটি উন্নয়ন দর্শন।”

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বাজেটের বিভিন্ন খাত ও বাস্তবায়ন কাঠামো উপস্থাপন করেন।

বাজেটের সারসংক্ষেপ:

মোট আয়: ৬৮,৯২,১৭,০০০ টাকা

মোট ব্যয়: ৬৫৭০৯৪২৮৪.০০

উদ্বৃত্ত: ৩২১২৩০৭৮.০০

ব্যয়ের অগ্রাধিকার খাতসমূহ:

সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা

নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন

স্বাস্থ্য ও শিক্ষা সেবা

ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তি উন্নয়ন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটের সফল বাস্তবায়নের জন্য নাগরিক অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।

পৌরসভা জানায়, চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কিশোরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও সেবামুখী শহর হিসেবে গড়ে তোলা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।