ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইসরায়েলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত


জুন ২৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ইসরায়েলের হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ছয় শতাধিক ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৬১০ জন নিহত এবং ৫০০০ জন আহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারঘানিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শেষ একদিনে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে তেহরান। এ সময়ের মধ্যে অন্তত ১০৭ জন ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানান ওই মন্ত্রী। এদিকে সোমবার তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের এক আইনপ্রণেতাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।