ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইরান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে ভারত


জুন ১৬, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ইসরায়েলের হামলার কারণে ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পদক্ষেপ নিয়েছে দেশটির কূটনীতিকরা। এরইমধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারতীয় কূটনীতিকরা সাহায্য করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। খবর আলজাজিরার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘তেহরানে ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছে, যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কিছু ক্ষেত্রে, দূতাবাসের সহায়তায় শিক্ষার্থীদের ইরানের ভেতরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।’

এদিকে ইসরায়েল যদি ইরানের ওপর পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তান ইসরায়েলের ওপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা।২০২৪ সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টির পর সম্পর্ক কিছুটা খারাপ হলেও, এখন দুদেশের মধ্যে ঘনিষ্ঠতা আবার বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।