ময়মনসিংহ প্রতিনিধি: শত নির্যাতন, হামলা-মামলা কিংবা ফ্যাসিস্ট সরকারের নিপীড়নমূলক আচরণ-কোনো কিছুই থামাতে পারেনি একজন সাহসী রাজপথের সৈনিককে। তিনি ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক নির্ভিক ছাত্রনেতা, বর্তমানে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাদিকুর রহমান সজিব।
ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি তার অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে যুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে। দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি রাজপথে থেকেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে। রাজনৈতিক অঙ্গনে তার সততা, সাহসিকতা ও সংগঠকসুলভ নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে সহকর্মীদের মধ্যে।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠন বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন হিসেবে সারাদেশে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।
সাদিকুর রহমান সজিব বলেন,“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখন দেশের প্রতিটি অঞ্চলে একটি সুসংগঠিত ও শক্তিশালী কাঠামোতে পরিণত হয়েছে। চলমান কর্মসূচি ও জনগণের দাবিগুলো আদায়ে আমরা রাজপথে গণমানুষকে সম্পৃক্ত করে কার্যকর আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমার একমাত্র লক্ষ্য হচ্ছে-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনা এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে রাজপথে তা বাস্তবায়ন করা।”