ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জ আদালতে অন লাইনে সাক্ষ্য নিলেন বিচারক শহিদুল ইসলাম


মে ১৪, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এক মাদক মামলার অন লাইনে সাক্ষ্য নিলেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২ টার দিকে বিচার আদালত চলাকালীন সময়ে মামলার বাদি পুলিশের এসআই তুষারের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারির ঘটনার গজারিয়া থানার এক মাদক মামলায় বাদী হয়েছেন এসআই তুষার। তিনি গজারিয়া থানায় কর্মরত ছিলেন। বদলি জনিত কারণে তুষার বর্তমানে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানায় কর্মরত আছেন। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি মুন্সীগঞ্জ আদালতে আসতে না পারায় মামলার বিচারকার্য সমাপ্ত করা সম্ভব হচ্ছে না। আদালতের বিচারক বিচার প্রার্থীর ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে ( হোয়াট অ্যাপ) এর মাধ্যমে মামলার বাদী পুলিশের এসআই তুষারের সাক্ষ্য গ্রহণ করেন। এসময় আদালতে আসা একাধিক বিচারপ্রার্থী ও আইনজীবীরা বিচারকের এমন কাজে সাধুবাদ জানান।

এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী মো. রোবেল জানান, দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীনে আছে। মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে বিচারক আজ অনলাইনের মাধ্যমে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করেছেন। যদি কোন মামলার সাক্ষী আদালতে আসতে না পারে তবে বিচারক এভাবেই অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।