ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে কৃষক ফারুক মিয়া হ’ত্যা রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২


মে ২৫, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষক মো. ফারুক মিয়া (৫৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৩নং ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ নাজির আহমেদের ছেলে মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) এবং মনতলা রেলস্টেশন সংলগ্ন বুল্লা ইউনিয়নের মৃত লাল কর্মকারের ছেলে বিধান কর্মকার (৩৫)।জিজ্ঞাসাবাদে বিধান কর্মকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং শনিবার বিকেল ৪টায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।হবিগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।