ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

পাবনার বেড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন


মে ১৪, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   পাবনার বেড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৪মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা এল.এস.ডি খাদ্য গুদাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা ধান-চাল সংগ্রহ অভিযান বাস্তবায়ন কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোরশেদুল ইসলাম।
বেড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাওছারুল আলমের তত্বাবধানে ধান-চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম, বেড়া এল. এস.ডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম, বেড়া এল এসডি উপখাদ্য পরিদর্শক মোঃ আব্দুস ছালাম উপজেলার চালকল মালিক ও স্থানীয় কৃষক।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৩৮১ মে.টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১০৮ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে বাজারে খাদ্যদ্রব্য স্থিতিশীলতা বাজায় থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর আশা প্রকাশ করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।