ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট


মে ২৪, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ডিস সংযোগের তার পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানগুলো।শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নূর মসজিদসংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে খুঁটিটিতে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাময়িকভাবে সড়কে যান ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুঁটিতে থাকা ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুতের পাশাপাশি ডিস ও ইন্টারনেট লাইনের কিছু তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, “রথখোলা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ খুঁটি থেকে আগুনের ফুলকি ছিটকে রাস্তায় পড়তে দেখি। খুব কাছাকাছি থাকায় দৌড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।”কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেই। ঘটনাস্থলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।