স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকার (মহিষদুলং) নামকস্থানে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক-বাস চালকসহ প্রায় ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ট্রাক চালক সোহেল মিয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের বাসিন্দা।সোমবার (১৯মে)দুপুর সাড়ে ১২ টার দিকে পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার এলাকার মহিষদুলং এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতিহীন বাস মহাসড়কর মহিষদুলং নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-বাস দূমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক ও বাস চালকসহ প্রায় ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক সোহেল মিয়া নামে একজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মহাসড়কে বিরতিহীন বাসের বেপরোয়া গতির কারণে কয়েকদিন পরপরই দূর্ঘটনা ঘটে আসছে। যা নিয়ে জনমনে উদ্বেগ ও চালকদের প্রতি ক্ষোভের সৃষ্টি রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭