স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় একটি চলন্ত বাস থেকে দুই অচেতন যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সোয়া ১টার দিকে বাহুবলের মিরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ফেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে একজন গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮), যিনি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের বাসিন্দা।
অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে ধীরগতিতে চলার সময় হঠাৎ করে ওই দুই যাত্রীকে ফুটপাতে ফেলে দেয়। তারা অচেতন ছিলেন ও কোনো কথাও বলতে পারছিলেন না।পরে বাজারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ইয়ামিন মিয়া জানান, বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করা হয়েছে।
গম ব্যবসায়ী আরিফুর রহমানের ছেলে শেখ রায়হান জানান, তার বাবা ব্যবসায়িক কাজে লাখ টাকার মতো সঙ্গে নিয়ে হবিগঞ্জে যাচ্ছিলেন। সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। স্থানীয়রা একটি মোবাইলে তার নম্বর পেয়ে তাকে খবর দেন। ঘটনার খবর পেয়ে তিনি খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মোবাইল ফোনে একজন ব্যক্তি এ ঘটনার বিষয়ে থানায় জানান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭