মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও মাদক কারবারি চাচাতো ভাইয়ের নির্মম প্রহারে নিহত কৃষক সেলিম মিয়া (৪৭) হত্যার মূলহোতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার র্যাব-৪ এর সহায়তা নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে মূলহোতা আব্দুস সালাম মাস্টারকে (৪৯) গ্রেফতার করা হয়। একইসাথে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের পুত্র জাহাঙ্গীর আলমকেও গ্রেফতার করেছে পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। পরে কোর্ট তাদের জেলহাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ২ মে নিজ বাড়িতে মাদক ক্রয়ে নিষেধ করায় আপন পুত্র ও চাচাতো ভাইদের মারপিটের শিকার হন কৃষক সেলিম মিয়া। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে মারা যান সেলিম মিয়া।গত ৩ মে কাজিপুর থানার নিহতের ছোটভাই সিরাজুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গেফতার আব্দুস সালাম মাস্টার সেই মামলার মূলহোতা ও এজাহার নামীয় আসামি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭