ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান: খাজা আসিফ


মে ৩, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:    সিন্ধু নদে বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করলে পাকিস্তান তাতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়া দিল্লি যথাযথ প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়ার মতো একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে ভারত।

এছাড়া ভারতের গৃহীত পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার, শিখ তীর্থযাত্রী বাদে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নেয় দেশটি। এদিকে ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে খাজা আসিফ আরও বলেন, ‘ভারত যদি কোনো বাঁধ বা এ জাতীয় স্থাপনা তৈরির চেষ্টা করে তাহলে ওই স্থাপনায় হামলা চালাবে পাকিস্তান।’ তিনি আরও বলেন, ‘সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদের ওপর কোনো স্থাপনা তৈরি করা হলে তা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন বলে বিবেচিত হবে।’

আসিফ বলেন, ‘কেবল কামান বা গুলি চালালেই আগ্রাসন হয়না। অনেকভাবেই আগ্রাসন চালানো যায়। সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেয়া বা পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসিফ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে তিনি পেহেলগাম হামলার নাটক মঞ্চস্থ করেছেন’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের ওপর বিশ্বব্যাপী চাপ আগের থেকে অনেক বেশি বেড়েছে। দেশটি যে পরিমাণ বৈশ্বিক সমর্থন প্রত্যাশা করেছিলো তা পেতে ব্যর্থ হয়েছে।’ আসিফ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদির অভিযোগ প্রত্যাখান করেছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।