ভোরের খবর ডেস্ক: বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই সাবেক প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।শনিবার (৩ মে) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী ৫ মে সোমবার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। সময় চূড়ান্ত হবার পরে জানানো হবে।
এর আগে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে করে তার সিলেট হয়ে দেশে ফেরার কথা ছিল। সে সিদ্ধান্ত বদল হয়েছে।বিএনপি মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে এক হাতে দলীয়, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীরা উপস্থিত থাকবেন। তবে তিনি জানান, কেউ সড়কে অবস্থান নেবেন না।
সড়কের দুই পাশে অবস্থান করবেন। সাধারণ যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল।চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসায় এখন তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭