ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

সাঘাটা কামালের পাড়ায় বিদ্যুৎ পৃষ্টে চাচা ভাতিজাসহ তিনজনের মর্মা’ন্তিক মৃ’ত্যু


মে ১৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ (১৫ মে) বৃহস্পতিবার দুপুরে কামালের পাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহতরা হলো কামালের পাড়ার মৃত সাহেব আলীর পুত্র আফজাল (৬৫), একরামুলের পুত্র মোশারফ (২৬), মকবুলের পুত্র মিলন (৩০) বলে জানা গেছে।

সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল। তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন। পরে তাদের পরিবারের লোকজন মৃত্যু ব্যাক্তিদের নিয়ে গেছে।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন,একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।