রফিকুল ইসলাম (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নে ধলীপাড়া এলাকায় র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২মে)আনুমানিক বিকেল ৫টার দিকে উপজেলার কালিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আটককৃত আসামিরা হলো,কালিয়া ধলী পাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে আজিজুর রহমান(৫০),বড়চওনা এলাকার সোনা মিয়ার ছেলে মাসুদ রানা (২৬)।
এসময় তাদের কাছে ৯১পিচ ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেয় টাঙ্গাইল র্যাব ১৪ এর একটি চৌকস দল।এবিষয়ে সখিপুর থানা সূত্রে জানা যায়,আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আলামত সংগ্রহ করে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭