রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে দুই ইউপি চেয়ারম্যনের কক্ষে তালা দিয়েছে বিক্ষুব্দ জনতা। সোমবার বেলা দুইটায় উপজেলার গড়বাড়ি বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দুলাল হোসেনকে কক্ষে থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং বুধবার বেলা এগারোটায় উপজেলার বহেড়াতৈল বাজারে অবস্থিত বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে জনতা।
এলাকাবাসীসূত্রে জানাযায়, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন একাধিক মামলার আসামী ও সম্প্রতি ওই ইউনিয়নে আইন শৃংঙ্খলা পরিস্থিতি ব্যপক অবনতি ঘটেছে। একারনে চেয়ারম্যানের প্রতি ব্যপক ক্ষুব্দ হয়েছে ইউনিয়নবাসী। অপদিকে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ হোসেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওই ইউনিয়ন শাখার সভাপতি এছাড়া জুলাই বিপ্লবে একাধিক মামলার আসামী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭