মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর নওপাড়া গ্রামে এক বাড়িতে ঢুকে মঙ্গলবার ও বুধবার দুপুরে দুইবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢুকে দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। দুই ভাইকে রক্ষা করতে এগিয়ে আসলে ভুক্তভোগী দুই ভাইয়ের বোনকে মারধর করা হয়। এ ঘটনায় হামলার শিকার মোঃ মাহিন ফকির বাদী হয়ে মঙ্গলবার রাতে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরেও বুধবার দুপুরে ফের ওই বাড়িতে হামলার ঘটনা ঘটে। জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে মাহিন সরকারের বাড়িতে হামলা চালায় তাদের প্রতিবেশী মৃত স্বপন হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৪২), আলমগীর হাওলাদার (৪৫), মোঃ মজিবর হাওলাদার (৫০), মজিবর হাওলাদারের ছেলে মোঃ বাবু হাওলাদার (৩০), সাত্তার বেপারীর ছেলে মোঃ জানু বেপারী (৫০), মনু বেপারীর ছেলে মোঃ সবুজ বেপারী (৪৭)। এ সময় মাহিন ফকির এর ভাই কোরবান আলি , বোন ফাহিমা বেগম এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী মাহিন ফকির বলেন, মঙ্গলবার হামলার পরে আমি লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম। বুধবার দুপুর ১টার দিকে তারা আবার আমার বাড়িতে হামলা চালায়। তারা আমাদের কাউকে বাড়িতে না পেয়ে আমদের বাচ্চাদের বাড়ি হতে বের করে দিয়ে আমার বাবার রওজা ও বাড়িঘর ভাংচুর করে। তিনি আরো বলেন, আমার প্রতিবেশী অহিদ হাওলাদারদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে তারা মঙ্গলবার আমার বাড়িতে হামলা চালিয়ে আমার মাথা, বাম চোখের নিচে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমার ভাই কোরবান আলী ও বোন ফাহিমা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। তারা আমার ঘরে প্রবেশ করে ঘরের দরজা ও আসবারপত্র ভাংচুর করে নগদ ৪ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ন নিয়ে গেছে। পরে আবার বুধবার আমার বাড়িতে হামলা করেছে।এ ব্যাপারে লৌহজং থানার ওসি, মোঃ ওসমান বলেন, ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল আমি আবার পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭