ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলা বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ক্রেডিট কার্ডের বীমা সুবিধার চেক আজ( ৫ মে)সোমবার প্রদান করা হয়। এদিন দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে প্রয়াতের স্ত্রী সীমা রানীর নিকট বীমা সুবিধার ১১ লক্ষ ২৯ হাজার ৯০২ টাকার চেক হস্তান্তর করেন এমটিবি রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
এসময় রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর শহীদ ইকবাল, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর সফিকুন্নবী সামাদী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. পুরনজিত মহালদার ১৩ জানুয়ারি দুপুরে ক্যাম্পাসের বাইরে বারো রাস্তার মোড় এলাকা দিয়ে স্কুটারে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বালুতে পিছলে ছিটকে যেয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ঐদিন দিবাগত রাত ২:৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এমটিবি ব্যাংকের ক্রেডিট কার্ডের বীমা সুবিধায় দায়-দেনা নিস্পত্তি করে ব্যাংক এই অর্থ প্রদান করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭