ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সেমিনার


মে ২১, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:   বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক রাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। আজ বুধবার (২১মে)শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত। এই মতবিনিময়কালে উপাচার্য রাষ্ট্রদূতকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।প্রসঙ্গক্রমে তিনি কোরিয়ার সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত সেই বিষয়ে তাঁর আগ্রহ ব্যক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। তিনি রাবিতে কোরিয় ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়েও আগ্রহের কথা জানান।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর এ এফ এম মাসউদ আক্তার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, ঢাকাস্থ কোরিয় দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা কুয়ুং-রে লি, রাষ্ট্রদূত পত্নী জাকুয়ুং-কু ও তাঁর কন্যা ইউজিং পার্কসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে এক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এই বক্তৃতায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সেখানে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানও বক্তৃতা করেন।

রাষ্ট্রদূত সেখানে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। সেমিনারে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কোরিয়ান অ্যালামনাসরা অংশ নেন।সেমিনারটি সঞ্চালনা করেন রাবি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।