ভোরের খবর ডেস্ক: ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়- ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, জামালপুর, শেরপুর ও মৌলভীবাজার জেলার কিছু স্থানে রাত ৯টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এদিকে সোমবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।