স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।
মুক্তিযোদ্ধা চত্ত্বরের দক্ষিণ পাশে, জনৈক সাজিদুর রহমানের দোকানের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করা হয়।পরে তল্লাশির মাধ্যমে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট।আটককৃত ব্যক্তি হলো- শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও মৃত আলা উদ্দিন মোঃ নাজিম উদ্দিন ওরফে জামিল (২৭)।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্তৃপক্ষ।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি আব্দুল্লাহ আল নোমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজে মাদকের কুফল থেকে রক্ষা পেতে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে।