ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুর এর সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব মহেশপুর।মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন,সহ-সভাপতি জালাল উদ্দিন,জামশেদ আলম বকুল,মোঃ জাকির হোসেন,শহিদুল ইসলাম,সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শনিবার বিকেলে উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। স্থানীয়রা জানান, হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক,
মোস্তফা,শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ এর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাঁরা হামলাকারী "দের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭