বেড়া উপজেলা প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় রিক্সা ভ্যান সমবায়ের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বেড়া পৌর শহর প্রদক্ষিণ করে সিএনবি গোল চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতির সভাপতি মোঃ ময়েন উদ্দিন খাজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ফকির, রিক্সা ভ্যান সমবায় সমিতির নেতা, মোঃ নুর ইসলাম, মোঃ সাচ্চু, প্রবীন নেতা মোজাফফর, রুবেল হোসেন, বাংলা, ইকবাল হোসেন, সালোয়ার হোসেন, ইন্তাজ, আজাদ, কালাম, জুয়ের, রফিকুল প্রমুখ।
এসময় বেড়া রিক্সা ভ্যান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ ময়েন উদ্দিন খাজা বলেন, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন। কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, প্রতিটি শ্রমিক আমাদের ভাই আমরা শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক চাই। তিনি যাত্রীদের উদ্দেশ্য করে বলে রিক্সা ভ্যান চালকদের সাথে ভালো আচারন করতে ও রিক্সা চালকদের এ রিক্সা বলে না ডেকে রিক্সা ওলা ভাই বলে ডাকার অনুরোধ করেন। এছাড়া সিএনবি বাস স্ট্যান্ডে রিক্সা ভ্যানের জন্য স্থায়ী স্ট্যান্ড করে দেওয়া আহবান জানান ও সকল শ্রমিকের রুহের মাগফেরাত কামনা করেন।