আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিএর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি রাওয়ালপিন্ডির চকলালায় অবস্থিত নূর খান, চকওয়ালে অবস্থিতি মুরিড এবং জং জেলার শোরকটে অবস্থিত রফিকে হামলা চালিয়েছে ভারত। এ ছাড়া অন্য সব বিমানঘাঁটি ও সম্পদ নিরাপদে আছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত তার উন্মাদনা, আগ্রাসন ও প্রতারণার মাধ্যমে পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, আফগানিস্তানেও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ভারত। সেখানেও তারা ড্রোন ব্যবহার করেছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের বেশির ভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। ভারতীয় অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র, যা ধ্বংস করা যায়নি, তা আঘাত করতে সক্ষম হয়। তবে তাতে বড় কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য অর্জনে সফলতা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি দাবি করেন, ভারতের পাঞ্জাবে আক্রমণের অল্প পরেই আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ভারত। এ অঞ্চলকে এবং আর বাইরে এই পরিকল্পনা ছড়িয়ে দেয়ার অংশ এটা। তিনি বলেন, ভারতীয় সব ক্ষেপণাস্ত্র শনাক্তকরণে ইলেকট্রনিক ব্যবস্থা আছে পাকিস্তান বিমান বাহিনীর কাছে। যেখান থেকে তা ছোড়া হয় এবং কোথায় টার্গেট করা হয়েছে, তাও শনাক্ত করা সম্ভব। তিনি দেশবাসীকে নিশ্চয়তা দেন যে, পাকিস্তানের সেনাবাহিনী নজরদারি রাখছে এবং ভারতের কাপুরুষোচিত সব আগ্রাসনের জবাব দেবে। ভারতের মানসিকতায় যে ভীতি তৈরি হয়েছে প্রকৃতপক্ষে সেটাই প্রতিফলিত করে তাদের এসব নগ্ন আগ্রাসন। ভারতীয়দের মধ্যে এই হতাশা ও ভীতি ক্রমশ জটিল হতে থাকবে।
স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে পিটিভি নিউজ জানায়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সকাল ৫টা ৫২ মিনিটে পিটিভি নিউজ এবং রেডিও পাকিস্তান জানায়, ভারতের বিয়াস অঞ্চলে ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের একটি স্টোরেজ ধ্বংস করেছে পাকিস্তানি সেনাবাহিনী। একই সঙ্গে ভারতের অন্য স্থানগুলোতে হামলা চলছিল।
বিবৃতিতে বলা হয়, ভারতের উধমপুর এবং পাঠানকোটে একটি এয়ারফিল্ড ধ্বংস করে দেয়া হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খান নিশ্চিত করেছেন যে, শত্রুদের বিরুদ্ধে চালানো হয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস। এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন- পাকিস্তান দীর্ঘজীবি হোক। আল্লাহ আমাদের রক্ষা করুন।
পাকিস্তান পিপলস পার্টির সিনেটর শেরি রেহমান বলেছেন, শুক্রবার দিবাগত রাতে ভারতের শুধু সামরিক স্থাপনাকে টার্গেট করে সুনির্দিষ্ট ও কৌশলগত জবাব দিয়েছে পাকিস্তান। এ রাতে ভারত আবারও উস্কানিমুলক হামলা করেছে বেসামরিক লোকজনের ওপর।
ওদিকে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, পাঞ্জাবের পাঠানকোটে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭