ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভারত-পাকিস্তান উত্তেজনা : ঢাকাগামী ৩ ফ্লাইটের গন্তব্য পরিবর্তন


মে ৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ভারত-পাকিস্তান সীমান্তে মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে ঢাকাগামী আন্তর্জাতিক ৩টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।ভারত-পাকিস্তান আকাশপথ অনিরাপদ বিবেচিত হওয়ায় তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ তাদের বাংলাদেশগামী ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে।বুধবার (০৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গন্তব্য পরিবর্তন করে তার্কিশ এয়ারলাইন্স টিকে-৭১২/৭১৩ ফ্লাইটটি তুর্কি থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।জাজিরা এয়ারওয়েজের ৫৩১/৫৩২) ফ্লাইটটি দুবাইতে ডাইভার্টেড হয় এবং ৫৩৩/৫৩৪ ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।এ ছাড়াও কুয়েত এয়ারওয়েজের জে-৯৫৩৩ ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।