উপজেলা প্রতিনিধি: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে বেড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টায় বেড়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে ১ মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বেড়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক (গ্রেট-১) মোঃ আব্দুল কাইয়ুম। তিনি ভার্চুয়ালি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পাবনা, মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোর্স পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ তোহিদুল ইসলাম, বেড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা, রেবেকা সুলতানা,বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মোছাঃ নুসরাত কবীর, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অলিউল রহমান, সহকারি প্রোগ্রাম, অপূর্ব কুমার সাহা প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক (প্রশিক্ষন ও পরামর্শ) এনআইএরজি, এ জেহাদ সরকার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭