বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ মে) সকাল ১১টায় বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেড়া পাবনার আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ এর হল রুমে বেড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নুসরাত কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, (খামারবাড়ি পাবনা) এর কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান, বেড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল কুদ্দুস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার , আবদুল ওয়াহাব, বেড়া সমবায় অফিসার, মোঃ মিজানুর রহমান সহ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর সদস্য গণ।কর্মশালায় কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এর সমাধান এবং বিভিন্ন ফসল চাষ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭