বিজ্ঞাপন: বর্তমানে দেশের বাজারে নিম্নমানের ও সস্তা ইলেকট্রিক পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহক প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন। অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের মতো সমস্যাগুলোর মূল কারণ এসব নিম্নমানের পণ্য।এ বাস্তবতা বিবেচনায় রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, যার মূল লক্ষ্য— নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশীয় বাজারে আস্থা তৈরি করা।
আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেডের অপারেশন হেড, এস এম এ আওয়াল বলেন, আকিজ এলইডি লাইটে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির হাই-এফিসিয়েন্সি এলইডি চিপ এবং ড্রাইভার, যা দীর্ঘদিন উজ্জ্বল আলো প্রদান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে আনে। আন্তর্জাতিক মান অনুযায়ী ডিজাইন ও টেস্টকৃত, যা অতিরিক্ত তাপ উৎপাদন রোধ করে লাইটের স্থায়িত্ব বাড়ায় এবং পরিবেশবান্ধব আলোর অভিজ্ঞতা প্রদান করে ফলে ব্যবহারকারীরা পান আরও কম খরচে দীর্ঘমেয়াদি এবং নিরবচ্ছিন্ন আলো।
আকিজ এলইডি লাইটের আলো চোখের জন্য আরামদায়ক—এতে ফ্লিকার বা অতিরিক্ত তীব্রতার ঝুঁকি নেই, ফলে দীর্ঘসময় ব্যবহারে চোখে চাপ পড়ে না। তাই ব্যবহারকারীরা পান দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন এবং চোখের জন্য নিরাপদ আলো।আমরা অনেকেই খরচ কমানোর আশায় কম দামি লাইট বেছে নেই, কিন্তু এ লাইটগুলো বেশি দিন টেকে না এবং দ্রুতই আলো কমে যায় বা বিকল হয়ে পড়ে। নিম্নমানের লাইটে ব্যবহৃত উপকরণ ও বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর, যা দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্যের ও প্রকৃতির জন্য হুমকিস্বরূপ।
আকিজের লাইটিং পণ্যের মধ্যে রয়েছে ইমারজেন্সি লাইট, পাওয়ার লাইট, টিউব লাইট, সুপার ব্রাইট এলইডি বাল্ব, কালার বাল্ব, প্যানেল লাইট এবং ডাউন লাইটসহ নানা ধরনের উচ্চমানের এলইডি লাইট এবং খুব শিগগিরই আকিজের পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে স্মার্ট ও ইন্ডাস্ট্রিয়াল লাইট সল্যুশন, যা আধুনিক জীবনধারা এবং শিল্প প্রতিষ্ঠানের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, সঠিক প্রযুক্তি ও মানসম্মত পণ্যের মাধ্যমে খুশির আলোকিত হবে ঘর, প্রতিষ্ঠান এবং আগামী দিনের পথচলা।এ বিশ্ব আলো দিবসে আমাদের অঙ্গীকার হোক— আমরা বেছে নেব এমন আলো, যা হবে নিরাপদ, সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব। তাই আকিজ-ই হোক আপনার প্রথম পছন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭