জেলা প্রতিনিধি: আওয়ামী লীগের বিচারিক কাজ শেষ না হওয়া অবদি সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পরেই শুরু হয় যৌথ অভিযান,তারই ধারাবাহিকতায়গতকাল ১২মে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় পাবনার পৌরসভাস্থ দিলালপুর এলাকা ও রামচন্দ্রপুর এলাকা থেকে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে গ্রেফতার ০২জন।
গ্রেফতারকৃত সালাম (ভাস্তে ভাইরাস) ৩০ ও মাথিন ৩১, পাবনা জেলা যুবলীগের সদস্য (আহ্বায়ক কমিটি) পাবনার আলোচিত সাগর হত্যার প্রধান আসামি বাবু (লক বাবু) এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপকর্মের অভিযোক মামালা,তারই অত্যন্ত ঘনিষ্ঠ সহোদর। ভাস্তে ভাইরাস (সালাম) ও মাথিন বিগত হাসিনা সরকারের আমলে সকল ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং সাধারণ মানুষের উপর করেছেন ব্যাপক জুলুম নির্যাতন এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনার রাজপথে ছাত্রদের উপর হামলা করেন। ৫ আগস্ট হাসিনা পালানোর পরেই তারা গা ঢাকা দিলেও কিছুদিন না যেতেই তারা আবার এলাকায় এসে বিভিন্ন অপতৎপরতা সৃষ্টি করার পরিকল্পনা করে বলে যানা যায়। সেই তথ্য পেয়েই অভিযান চালান পাবনা জেলা পুলিশ ও ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত দুইজনকে থানা হাজতে প্রেরণ করা হয়।