পাবনা প্রতিনিধি: পাবনায় পদ্মা নদীর ১২ টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করছে আওয়ামী সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে প্রশাসনের সহোযোগিতায় বালু উত্তলন হচ্ছে প্রতিনিয়ত। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পরেও থেমে নেই আওয়ামী দৌরাত্ম।
পাবনার সদর উপজেলার চরতারাপুর ও সুজানগর উপজেলার একাংশে প্রশাসনের সহযোগীতায় বালু উত্তোলন করছে কুষ্টিয়ার আওয়ামীলীগ মনোনীত বিনা ভোটের এমপি সেলিম আক্তার জর্জের সন্ত্রাসী বাহিনীর প্রধান, আমবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম। সেলিম আক্তার জর্জ ছাত্র হত্যা মামলায় কারাগারে রয়েছে। কারাগার থেকে আলিমের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের মহলকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে । এছাড়াও কুষ্টিয়ার খুকষার গপুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক, হাজরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নয়ন, মুন্দিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদশা চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা মেহেদী, শীর্ষ সন্ত্রাসী কালু, সুজানগর উপজেলার আওয়ামীলীগ নেতা লেবু খাঁ ও লতিফ মোল্লা সহ আরো অনেকেই ।
একাধিক সুত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশের ও নৌ-পুলিশের সহযোগীতায় বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে, আওয়ামী সন্ত্রাসীদের বালু উত্তোলনে সহযোগীতা করছে।এতে নদী ভাঙ্গনে বসতভিটা বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় জনসাধারণ অবৈধ বালু উত্তলন বন্ধের জোর দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭