স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি,নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য স্বপন রবি দাশ সহ সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এবং ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “ভূমি সেবা এখন আগের তুলনায় অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি দূর করতে সবাইকে সচেতন হতে হবে। সঠিক তথ্য ও নিয়ম জেনে ভূমি সেবা গ্রহণ করলে অনাকাক্ষিত হয়রানি এড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, “ভূমি মেলার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।