ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আজিজুর গ্রেপ্তার


মে ৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. আজিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের বাসিন্দা এবং ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-১৫, তারিখ-১৯ ফেব্রুয়ারি ২০২৫, স্পেশাল মামলায় তদন্ত চলাকালে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই অনিক পাল এবং সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে আটক আজিজুর রহমানকে থানা এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো: কালাম হোসেন পিপিএম বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।