আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ধীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকতার হোসেন মোল্লার সভাপতিত্বে বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
সভায় ১ কোটি ১২ লক্ষ ১১ হাজার ৫১২ টাকার বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। এতে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ১২ লাখ ১১ হাজার ৫১২ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় সমপরিমাণ ১ কোটি ১২ লাখ ১১ হাজার ৫১২ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলি আক্কাস মজুমদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম,শীলা সরকার,গ্রাম্য আদালত স্বমন্বয়কারী সালাউদ্দিন, ইউপি সদস্য মো:শরীফ,মোস্তফা সরদার,শামসুল হক দেওয়ান,নাজির ভূইয়া,ছায়িদ কবিরাজ,আব্দুল হাই তালুকদার, সুইটি আক্তার,রাশিদা বেগম,পারুল বেগম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭