মনোরঞ্জন রায় (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ডের কাজলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত নব মুসলিম মোঃ রবিউল ইসলাম পার্শ্ববর্তী ভাউলাগঞ্জ ইউনিয়নে উত্তর সরকারপাড়া এলাকার বাসিন্দা। মাদক ব্যবসার পাশাপাশি তিনি বাস চালান বলে জানা গেছে।
পুলিশ জানায়, ৯৯৯ এ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে বটতলি বাজারে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে।এ ঘটনায় এসআই মো. নাসিম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহনের একটি বাসে ফেন্সিডিলের পার্সেল তুলে দেন রবিউল। তিনি নিজে আহসান পরিবহন নামের আরেকটি বাসে বগুড়া চলে যান। উদ্দেশ্য ছিল বগুড়ায় গিয়ে ফেন্সিডিলের পার্সেল নামিয়ে নেবেন। কিন্তু শাপলা পরিবহনের কর্মচারীরা বুঝতে পারেন পার্সেলে ফেন্সিডিল আছে। পরে তারা বটতলী বাজারে সেগুলো নামিয়ে রাখে। রবিউল বগুড়ায় শাপলা পরিবহনে দেওয়া তার ফেন্সিডিল না পেয়ে ফেন্সিডিল নিতে সোমবার সকালে বগুড়া থেকে বটতলী চলে আসেন। এমন সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক মাদক ব্যবসায়ীকে আজই আদালতে পাঠানো হবে।