ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষ্যে “আশুলিয়া থানা”ছাত্রদলের প্রস্তুতি সভা


মে ২৭, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার,আশুলিয়া ও ধামরাই) প্রতিনিধি:   আগামীকাল ২৮শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে আশুলিয়া থানা ছাত্রদল।মঙ্গলবার (২৭ মে) দুপুরে নিরিবিলি এলাকায় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিবের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলকে সর্বাত্মক উপস্থিতি নিয়ে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন,ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল, আশুলিয়া থানা ছাত্রদল নেতা মামুন আহাম্মেদ,রাজ রমজান,মারুফ হোসেন,রাসেল, শাহিন,মাসুদ,ইমন,মাজেদুল আরও অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।