আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ভূমি সংক্রান্ত জনবান্ধন সেবা নিশ্চিত করার লক্ষে টঙ্গীবাড়ীতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা -২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ মে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। উক্ত মেলায় নামজারি সেবা, ভূমি উন্নয়ন কর প্রদান এবং ০১(এক) দিনেই চান্দিনা ভিটি ও ভিপি লিজ নবায়ন সহ সকল ধরনের ভূমি বিষয়ক সেবা প্রদান করা হবে। এছাড়াও ইউনিয়ন ভূমি সেবা অফিস সমূহে ভূমি উন্নয়ন কর/খাজনা সহজেই প্রদান করা যাবে। মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সরকারি ফি প্রদান সাপেক্ষে আর,এস এবং নামজারি খতিয়ানের অনলাইন কপি প্রদান করা হবে। মেলা উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৭ মে সকাল ১১ টায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭