বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ রাসেল সাবরিন (যুগ্ম সচিব)।
টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: স্বপন মাতব্বর এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশক্ষিক আশরাফ হোসেন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল ও প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, জলচ্ছ্বাস, মহামারি, বজ্রাঘাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানা ওসি(তদন্ত) মাসুদ রানা,উপজেলা নির্বাচন কমিশনার শফিকুর রহমান, উপজেলা জনস্বার্থ প্রকৌশলী হুমায়ুন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।উল্লেখ্য, এই কর্মশালার মাধ্যমে দুর্যোগকালে জনগণের জানমাল রক্ষায় পূর্বপ্রস্তুতি ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭