আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বাস্তবায়নে বুধবার বেলা ১১ টায় একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্যকমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত মোঃ মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন রশিদ,আরএমও নুরে আলম সিদ্দিক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ জাহিদুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ,সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।