ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ই’য়াবা সহ যুবক গ্রেফতার


মে ২৩, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আবু হাসান নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। আবু হাসান উপজেলার রাউতভোগ গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে। বৃহস্পতিবার (২২মে) রাত ৭ টা ৩০ মিনিটে উপজেলার বুড়িরবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম মোল্লা সংগীয় ফোর্সের সহায়তায় বুড়িবাড়ির মোড়ে গ্রেফতারকৃত আবু হাসানের মুদি দোকানে অভিযান পরিচালনা করে। পরে আবু হাসানের দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামি কে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।