মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা এলাকায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১৪ মে) দিনগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরা ডি সি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশা নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে পুকুর নির্মাণ করছিলেন। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি ওয়াজেদ ওয়াসিফ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভেকু বিনষ্ট করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে সরজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অনুমোদনবিহীন ফসলি জমির মাটি কাটায় ভেকু মেশিন নষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।