আপন সরদার (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মরহুম নুরুল হুদা পাঠান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘ মাঠে খেলা উদ্বোধন করেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। উদ্বোধনী খেলায় স্বাগতিক মটুকপুর বনাম রব নগর কান্দির মধ্যকার খেলায় স্বাগতিক মটুকপুর কে ২-০ গোলে পরাজিত করে রব নগরকান্দি। মটুকপুর পল্লী উন্নয়ন যুব সমাজ সেবা সংঘের সভাপতি শরিফুজ্জামান রিপন পাঠানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ওসমান গনি মামুন, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক সুমন বেপারি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি নুর ইসলাম বেপারী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: নুরুল আমিন বেপারি, মটুকপুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেপারী, আতিক বেপারি, বাবু বেপারি, মো: শরীফ বেপারি, আলি আক্কাস বেপারি, ক্লাবের ক্রীড়া সম্পাদক সাচ্চি বেপারি, নিলয় বেপারি, রিফাত বেপারি, সায়েম বেপারি,শরীফ বেপারি, সজিব রায়হান সহ আরো অনেকে।