ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে জমি মাপাকে কেন্দ্র করে মা’রধর আ’হত – ৬


মে ১৭, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে জমি মাপাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতরা হলেন শাহিন শেখ, হাবিল মোল্লা, কায়েস শেখ, ফিরুজ আলম, রাকিব শেখ ও রাসেল ঢালী । আহতদেরকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে মৃত হাজী হাকিম আলী শেখের ছেলে হাজ্বী বারেক শেখের সাথে একই এলাকার মৃত হারুন রশিদ ঢালীর ছেলে আকরাম ঢালীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে । ১৬ই মে শুক্রবার সকালে শালিশীর মাধ্যমে উভয়ের জমি মাপে মিমাংসা করার জন্য জন্য বসা হয় । শালিশীরা বিষয়টি এক পর্যায় দুপুর ১২টায় মিমাংশা করার সময় আকরাম ঢালীর বড় ভাই শহীদ ঢালীর নেতৃত্বে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা করে তাদেরকে পা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে । এ সময় শাহিন শেখের বাম পা ভেঙ্গে যায় । আহত কায়েসের চোঁখে নিচে আঘাত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।