ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

জাতীয় যুবশক্তি’তে কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পেল সাভারের সেজুতি হোসাইন


মে ২৫, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি’তে কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভারের সেজুতি হোসাইন।রবিবার (২৫ মে) সকালে সংবাদ মাধ্যমে কে জানিয়েছেন (এনসিপি) জাতীয় যুবশক্তি’তে নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।

এরআগে গত ১৬ মে শুক্রবার রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়।এসময় অনুষ্ঠানে অ্যাডভোকেট মো.তারিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে ঢাকা জেলা উত্তরের সাভারের নারী নেতৃত্বধীন সেজুতি হোসাইন কেন্দ্রীয় সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নবগঠিত আহ্বায়ক কমিটির সংগঠক সেজুতি হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ “আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।জুলাই ঘোষণাপত্র হবে জাতীয় যুব শক্তির পক্ষ থেকে জুলাই ২৪ এর শহীদ এবং আহতদের জন্য প্রথম উপহার। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যুব শক্তির কর্মসূচি চলমান রাখবো।

বিগত দিনগুলো যুব সংগঠনগুলো কে আমরা যেমনটা দেখেছি আমরা তার থেকে ভিন্নভাবে জাতীয় যুব শক্তি কে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই, আমরা চাই দেশের যুবক-যুবতীদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার সুযোগ বৃদ্ধি করতে, সেই সাথে নারীদের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ,কর্মস্থলে নারীদের নিরাপত্তা এবং সঠিক মজুরির হার প্রণয়ন নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ।

সেজুতি হোসাইন আরও বলেন, আমি ঢাকা জেলা উত্তরের দায়িত্ব পেয়েছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেই মানুষদের প্রতি যারা আস্থা রেখেছে আমার ওপর। তাই যুব সমাজ ও নারী নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবো।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।