স্টাফ রিপোর্টার: গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাকি ১৩ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
গণঅধিকার পরিষদের এ নেতা তার পোস্টে বলেন, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জি এম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণ অধিকার পরিষদের।প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে রবিবার রাতে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।