স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চান্দপুর চা বাগানে আজ মঙ্গলবার (২০ মে) ঐতিহাসিক চা শ্রমিক দিবস বা ‘মুল্লুক চলো দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন চা বাগান থেকে শুরু হয়ে মিছিল আকারে চান্দপুর চা বাগান মাঠে এসে মিলিত হয়।
র্যালিতে অংশ নেন লস্করপুর ভ্যালির অন্তর্গত বিভিন্ন চা বাগানের হাজার হাজার চা শ্রমিক। তারা ঐতিহাসিক এই দিবসের স্মরণে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন। র্যালি শেষে বাগান মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন চান্দপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
বক্তব্য দেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমাজকর্মী খাইরুন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা, কাঞ্চন পাত্র, স্বপন সাঁওতাল এবং চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সফিকুল ইসলাম।বক্তারা চা শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং ‘চা শ্রমিক দিবস’কে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানান। বক্তৃতায় চা শ্রমিকদের মানবাধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রতিবছর ২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয় ১৯২১ সালের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে। ওইদিন প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট অঞ্চল থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা ঘাটে পৌঁছে নিজ দেশে ফিরে যেতে চাইলেও ব্রিটিশ শাসকরা তাদের ওপর নির্মম গুলিবর্ষণ চালায়। শত শত শ্রমিক নিহত হন এবং মৃতদেহগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়। যারা পালিয়ে বেঁচেছিলেন, তাদেরও পৈশাচিক নির্যাতনের শিকার হতে হয়।এ বছর চা শ্রমিকরা ১০৪তম বার্ষিকী পালন করলেন এই ঐতিহাসিক দিনটির।