ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

চাঁ’দা না দেওয়ায় ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা, ইউপি সদস্য আ’টক


মে ২৮, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: আল আমিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে উপজেলার সালুয়াদী নতুন বাজার এলাকায় তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।নিহত শরীফ মিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে।

নিহতের ছোট ভাই শহীদ মিয়া জানান, সালুয়াদী নতুন বাজারে তাঁর ভাইয়ের একটি ওয়ার্কশপ রয়েছে। ঘটনার রাতে স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেনের নেতৃত্বে ৭–৮ জনের একটি সন্ত্রাসী দল দোকানে গিয়ে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে শরীফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা শরীফকে মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় ইউপি সদস্য ইমাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।