ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোমস্তাপুরে  হলদে পাখি সম্প্রসারণ এর লক্ষ্যে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা 


মে ১৯, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে গাইড সচিব, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের রোকসানা আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার  উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মুসহাক আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার গার্ল গাইডস এসোসিয়েশন স্থানীয় শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বেনু।

গার্ল গাইডিং শিশু, বালিকা, কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশ লক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (বিজ্ঞ লিডার) নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।