ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

গঙ্গাচড়ায় ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


মে ২৫, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজার রহমান (রংপুর) প্রতিনিধি:   নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা ২০২৫ -এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে (রবিবার) সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর, র্্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি’র সভাপতিত্বে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমূল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। মেলায় ভূমি কর প্রদানের গুরুত্ব, অনলাইনে ভূমিসেবা প্রাপ্তির নির্দেশনা, নামজারি সম্পর্কে আলোচনাসহ ভূমি সংক্রান্ত নানা বিষয়ে সেবা প্রদানের লক্ষ্যে স্টল বসানো হয়। মেলায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ , ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহল, সেবা গ্রহিতা ও সাংবাদিকবৃন্দ। মেলায় সেবা গ্রহিতারা যেন ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা নিতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা দেন গজঘণ্টা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
ভূমি সেবা গ্রহিতা গঙ্গাচড়া সদর ইউপি সদস্য ওয়াহেদুল করিম রাসেল বলেন, আমি আমার ব্যাক্তি
মালিকানা জমির নিয়মানুযায়ী নামজারির আবেদন করি। মাত্র চার দিনের মধ্য কোন দালাল ছাড়াই নামজারি পেয়েছি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এতেই প্রমানিত হয় ভূমি সেবা কতটা জনবান্ধন ও হয়রানি মুক্ত হয়েছে।
বড়বিল ইউনিয়ের সেবাগ্রহিতা উম্মেকুলছুম বলেন, আমি অনলাইনে নামজারি আবেদন করে ঘরে বসেই নামজারি পেয়েছি। নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য উপজেলা সহকারী কমিশনার স্যারকে ধন্যবাদ।
মেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষে মাহফুজার রহমান (মাহফুজ),গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, সাংবাদিক সমন্বয় পরিষদের মজিদ কাজল, এনসিপির রিফাত চৌধুরী, গণঅধিকার পরিষদের আসাদুল্লাহ শেরে খোদা, ইসলামী আন্দোলনের আনিছুর ইসলাম, বিএনপি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বীর মক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, প.প কর্মকর্তা আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আল এমরান। বক্তারা বলেন, বর্তমানে উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) নিসন্দেহে একজন জনবান্ধন কর্মকর্তা। তিনি একদিকে ভূমি সেবা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন, পাশাপাশি ভূমি কর আদায়ের জন্য আজকের ভূমি মেলার আয়োজন প্রশংসার দাবিদার।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন,রাষ্ট্রীয় উন্নয়নে ভূমি উন্নয়ন করের গুরুত্ব অপরিসীম। সরকারের বিভিন্ন কর আদায়ের ন্যায় ভূমি কর একটি গুরুত্বপূর্ণ বিষয়।কর আদায়ের ক্ষেত্রে আজকের এই ভূমি মেলা একটি বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি ভূমি সেবা পেতে দালালদের দৌঁড়াত্ব রোধ কল্পে আপনাদের যে কোন অভিযোগ আমাদেরকে জানালে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের জমির মালিকানা নিস্কন্টক রাখতে ভূমি সেবা গ্রহণ করে ভূমি মেলাকে স্বার্থক করার মাধ্যমে নিজের জমির নির্ভেজাল মালিকানা নিশ্চিত করবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।