কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় কাঠবোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত আলেক চান মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মৃত সাবু মিয়ার পুত্র আব্দুল হালিম মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে বসা বাজারে হাঁস বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন আব্দুল হালিম। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে উঠে পড়ে। ঘটনাস্থলেই মারা যান আব্দুল হালিম। গুরুতর আহত আঙ্গুর মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান জানান, বেপরোয়া গতির ট্রাকটি বাজারে উঠে গেলে দুটি সিএনজিচালিত অটোরিকশাও দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হন। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭